মুসা আল হাফিজ
ঢাকার যাত্রাবাড়ীতে ইসলামী দাওয়াহ ও গবেষণা কেন্দ্র মাহাদুল ফিকরি ওয়াদদিরাসাতিল ইসলামিয়া এর প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি দাওয়াহ ইন্সস্টিটিউট মুগ্ধা, ঢাকা; মাদরাসাতুল হুদা, ঢাকা; জামেয়াতুল খায়র, সিলেট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অতিথি শিক্ষক হিসেবে পাঠদান করে আসছেন। সাহিত্যে কৃতিত্বের স্বাক্ষর রাখায় স্বীকৃতিস্বরূপ প্রভূত পুরস্কার তিনি পেয়েছেন।
জাতীয় আয়ােজক কমিটি
( উপদেষ্টা পরিষদ )প্রফেসর ড. মােহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার
শায়খ আহমাদুল্লাহ্
মাওলানা শায়খ আহমাদুল্লাহ্ বিশ্ববিখ্যাত একজন দাঈ। ৫৬ হাজার বর্গমাইলের সীমানা পেরিয়ে যে কজন বাঙালি আলেমের বিশ্বময় পরিচিতি ঘটেছে, শায়খ আহমাদুল্লাহ তাঁদের অন্যতম। বর্তমানে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দেশে এবং বিদেশে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামী জ্ঞান পৌছে দেওয়ার কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি স্যোশাল ইসলামি ব্যাংক লিমিটেড এর শরীয়াহ সুপারভাইজার কমিটির একজন সদস্য। এর আগে তিনি সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামি সেন্টারের সম্মানিত দাঈ হিসেবে কর্মরত ছিলেন।